ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান কত? - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাকার বায়ুর মানে উন্নতি, অবস্থান কত?

রাজধানীসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এ কারণে বায়ু দূষণ কিছুটা কমেছে। বিশ্বে বায়ু দূষণের শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ সোমবার সকাল ৯টা ১৩ মিনিটে ছিল ৯তম স্থানে। শহরটির স্কোর ছিল ৯৪।

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

যদিও আইকিউ এয়ারের প্রকাশিত বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) সকাল ৮টার দিকে ঢাকার স্কোর ছিল ১৫২, অবস্থান ছিল চতুর্থ। সময়ের সঙ্গে সঙ্গে এ স্কোর পরিবর্তন হয়।

সকাল ৯টা ১৩ মিনিটে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬৩ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের করাচি। ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। আর তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, শহরটির স্কোর ছিল ১৪৬।

Comment here