সারাদেশ

ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা

নিজস্ব প্রতিবেদক : দিন দিন দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। তবে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে দেশে নতুন করে সংক্রমণের হার কমলেও বেড়েছে মৃত্যুর হার। নতুন করে করোনাভাইরাসে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। আর কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ৬ জনের। এ নিয়ে সর্বমোট মারা গেছেন ২৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৪২৪ জন।

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে রাজধানী ঢাকায়। ৪৪২ জনের মধ্যে ঢাকা শহরে ২৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

ঢাকার যেসব এলাকায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস


এর আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ১১২ জন। তার আগের দিন শনাক্ত হয় ৫৪ জন। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছিল। তবে আজ করোনায় সংক্রমণের সংখ্যা কিছুটা কমলেও মৃত্যুর হার বেড়েছে।

Comment here

Facebook Share