ঢাকার সব প্রবেশমুখে অবস্থান নেওয়ার ঘোষণা বিএনপির - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

ঢাকার সব প্রবেশমুখে অবস্থান নেওয়ার ঘোষণা বিএনপির

রাজধানীর সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান আগামীকাল শনিবার ৫ ঘণ্টা অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী, বর্তমান কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সরকারের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানসহ (বিরুদ্ধে হওয়া) সব মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং রাষ্ট্র ও সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকা মহানগরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এই কর্মসূচি, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি এবং আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আশা করব, যে প্রশাসন তারা এই কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, ‘আমরা এটাও আশা করব, কালকে যেহেতু ছুটির দিন আছে এবং পবিত্র আশুরা আজ রাত থেকে শুরু হবে, তারপর দিন আছে কিন্তু যেহেতু এটা আজকে রাতেই শেষ হয়ে যাবে সেই কারণে সবাইকে একসঙ্গে রেখে, সমস্ত দলকে (যুগপৎ আন্দোলনে থাকা) একসঙ্গে রেখে শান্তিপূর্ণভাবে আমরা এই কর্মসূচিটা পালন করব। এটাই হচ্ছে আমাদের আগামীকালকের ঘোষণা। আমি আহ্বান করছি সবাইকে, প্রশাসন-সরকার যেন সহায়তা করে সে আহ্বান করছি।’

advertisement…

আজ বেলা ২টার পর সমাবেশ শুরু হয়। এরপরই বৃষ্টি শুরু হলে তার মধ্যেই চলছে মহাসমাবেশ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

আজ ফজরের নামাজের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন নেতাকর্মীরা। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা আসেন। যদিও তাদের অভিযোগ রয়েছে ঢাকার প্রবেশে বাধার মুখে পড়তে হয়েছে তাদের। সেই বাধা উপেক্ষা করে হেঁটে হেঁটে নয়াপল্টনে জড়ো হন তারা।

Comment here