ঢাকায় কোথায় কখন ঈদের জামাত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই সারা দেশে পালিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতিবারের ন্যায় এবারও রাজধানীর বিভিন্ন এলাকায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। করোনা মহামারির কারণে গত কয়েকটি ঈদের আনন্দ ছিল একেবারেই ফিকে। জাতীয় ঈদগাহ বা শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি। তবে এবার জাতীয় ঈদগাহ ও ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এবার রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে (হাইকোর্ট প্রাঙ্গণ), সকাল ৮টায়। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সময় ঠিক রেখে প্রধান জামাত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেই জামাতে নামাজ আদায় করবেন।

বায়তুল মোকাররমে এবারও ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠানের তারিখ গত মাসের মাঝামাঝি সময়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্ধারিত হয়। পরে বিষয়টি গণমাধ্যমকে জানায় ধর্ম মন্ত্রণালয়। জাতীয় মসজিদের পাঁচটি ঈদ জামাতের সময় গত বুধবার জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মসজিদে জামাতে নামাজ আদায়ে কয়েকটি নির্দেশনা দিয়েছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে, যারা মসজিদে জামাতে নামাজ পড়বেন তাদের প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী- শিশু, বয়োবৃদ্ধ, যেকোনো অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ নেওয়া থেকে বিরত থাকবেন।

এবার ১৯৫তম ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম বলেছেন, জায়নামাজ ছাড়া ঈদগাহে কিছু আনা যাবে না। ব্যাগ, মোবাইল ফোন বা ছাতাও নয়।

 

Comment here