ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ে প্রবেশের সময় ৯০ যাত্রীসহ ১০টি গাড়িকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে একটি বাস, একটি অ্যাম্বুলেন্স, চারটি মাইক্রোবাস, একটি পিকআপ ভ্যান ও তিনটি প্রাইভেটকার আটক করা হয়।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন ১০ গাড়িচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে ঢাকা থেকে আসা ৯০ জনকে ঠাকুরগাঁও জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রাবাসে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন।
পাশাপাশি আদেশ না মানলে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন।
তিনি আরও বলেন, ‘এই ৯০ জন যাত্রী ঢাকা থেকে অবৈধভাবে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করছিল। তাদের আটক করা হয়েছে। পরবর্তী সময়ে কেউ ঢাকা থেকে আসলে একই ব্যবস্থা নেওয়া হবে।’
Comment here