নিজস্ব প্রতিবেদক : জ্বর-কাশি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারী (৭০) মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় ওই বৃদ্ধা মারা যান।
ঢামেকের সহকারী পরিচালক আলাউদ্দিন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই নারী সকালে ভর্তি হওয়ার পরপরই নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইডিসিআরে পাঠানো হয়েছিল। সে প্রতিবেদন আসার আগেই তার মৃত্যু হয়েছে।’
তার লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে জানিয়ে ঢামেকের সহকারী পরিচালক আরও বলেন, ‘প্রতিবেদন আসার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
Comment here