নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নার্সিং ক্যান্টিনের সামনে কয়েকটি কুকুরের মুখে গতকাল সকালে এক নবজাতকের লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তে মর্গে পাঠানো হয়েছে। নবজাতকটির পরিচয় তদন্তে জানা যাবে, বলছে পুলিশ।
শাহবাগ থানার এসআই মহসীন জানান, কয়েকটি কুকুর মুখে করে একটি নবজাতক নিয়ে ক্যান্টিনের সামনে আসে। স্থানীয়দের চিৎকারে আনসার সদস্যরা ছুটে আসেন। এ সময় তারা কুকুরগুলোকে তাড়িয়ে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে রাখেন। পরে শাহবাগ থানাকে বিষয়টি জানানো হয়। কুকুর ওই নবজাতকের শরীরের নিচের অংশ খেয়ে ফেলেছে।
Comment here