নিজস্ব প্রতিবেদক : নাগরিক সুবিধা বাড়াতে নির্বাচনে জয়ী হওয়ার তিন মাসের মধ্যে ‘সবার ঢাকা’ নামে মোবাইল অ্যাপ চালু করার প্রতিশ্রুতি দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
আজ শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।
আতিকুল ইসলাম, ‘আমরা একটি স্মার্ট ঢাকা সিটি করতে চাই। ইনশাআল্লাহ যদি জয়যুক্ত হই, সে অ্যাপসটার নাম হবে “সবার ঢাকা” অ্যাপস। সবাই সবার কমপ্লেইন করতে পারবেন সেই অ্যাপসের মাধ্যমে।’
এই অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে সকল নাগরিক সুবিধা পাবে উত্তর সিটির নাগরিক। এর অ্যাপটির তত্ত্বাবধান তিনি নিজেই করবেন বলেও জানান এই মেয়র প্রার্থী।
Comment here