দৈনিক মুক্ত আওয়াজ ডেস্ক : নানা কারণেই মানুষ থানায় যায়। কিন্তু একটি গরু থানায় গিয়ে বেশ আলোচনায় এসেছে। কেন সে থানায় গিয়েছিল, তা অবশ্য অজানাই থেকে গিয়েছে। তবে অস্ট্রেলিয়ার এক থানায় এমনভাবে গরু ঢুকে পড়ে ও তা দেখে অফিসাররা দৌড়ে আসে। আর এই ঘটনার ভিডিওটি নেটিজেনদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
ফেসবুকে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে ডুমাডগি থানার পেজে ভিডিওটি পোস্ট করা হয়েছে। গত রবিবার পোস্ট হওয়া ওই ভিডিওটি থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল। সেখানে দেখা যাচ্ছে, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটি গরু ঢুকে পড়ছে থানার ভেতরে। গরুটির পায়ের চাপে স্বয়ংক্রিয় দরজা খুলে যাচ্ছে। ফলে বিল্ডিংয়ে ঢুকতে তার কোনো অসুবিধাও হয়নি।
থানার ভেতর এমন অনাহূত একজনকে দেখে দৌড়ে আসেন দুই পুলিশকর্মী। তাদের মধ্যে এক মহিলা পুলিশকর্মী আবার মোবাইল বের করে ছবি তুলে রাখছেন গরুটির। পুলিশকর্মীরা দৌড়ে আসতেই গরুটি হয়তো বুঝতে পারে তার ঠিক এই জায়গায় আসা উচিত হয়নি। তাই সে সঙ্গে সঙ্গে আবার চলেও যায়।
Comment here