দক্ষিণ সিটিতে আরও ৬টি পশুর হাট বাড়ল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

দক্ষিণ সিটিতে আরও ৬টি পশুর হাট বাড়ল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন কোরবারি ঈদ উপলক্ষে আরও ছয়টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমোদন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নতুন এ ছয়টিসহ ডিএসসিসিতে মোট ১১টি হাটের ইজারা দেওয়া হলো।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে গরুর হাট ইজারা সম্পর্কিত তৃতীয় পর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক।

ডিএসসিসির অনুমোদন দেওয়া নতুন ছয় পশুর হাট হলো- খিলগাঁওয়ের মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা (ইজারামূল্য এক কোটি ২০ লাখ), যাত্রাবাড়ীর দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা (এক কোটি ৮০ লাখ), ধুপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা (৫০ লাখ ৬৬ হাজার ৬৬৬ টাকা), ধোলাইখাল ট্রাক-স্ট্যান্ডের পাশে সাদেক হোসেন খোকা মাঠ সংলগ্ন খালি জায়গা (৪৮ লাখ ৫০ হাজার), আমুলিয়া মডেল টাউনের খালি জায়গা (২০ লাখ ২৫ হাজার তিন টাকা) এবং লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠের আশেপাশের খালি জায়গা (২৫ লাখ ১০ হাজার টাকা)।

দক্ষিণ সিটিতে আগে অনুমোদন পাওয়া পাঁচ গরুর হাট হলো-পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন হাট (ইজারা মূল্য ৭০ লাখ ৫০ হাজার), গোপীবাগের হাট (দুই কোটি ৫২ লাখ টাকা), হাজারীবাগের হাট (এক কোটি ৩৫ লাখ ৫৫ হাজার ৫৫৫ টাকা), খিলগাঁও হাট (৮৫ লাখ ৫০ হাজার) এবং আফতাব নগরের হাট (এক কোটি ১০ লাখ ৩০ হাজার)।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে অস্থায়ী পশুর হাটের তালিকা এটিই চূড়ান্ত, এর বাইরে আর কোথাও পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হবে না।

Comment here