অনলাইন ডেস্ক : দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক সহকারী উপপরিদর্শকে (এএসআই) বেদম গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের চব্বিশ পরগনার হাড়োয়া থানায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হাড়োয়া থানার মোহনপুরের বাছড়া এমসি এইচ হাইস্কুলে দুদিন ধরে ছাত্র যুব উৎসব চলছিল। গতকাল সন্ধ্যায় দশম শ্রেণির এক ছাত্রীর কাছে পানি চান সেখানে কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের দোতলায় পানি দিতে গেলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত এএসআই। এ সময় ছাত্রীর চিৎকার শুনতে পেয়ে সেখানে পৌঁছায় স্থানীয় লোকজন। তারপর অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে বেদম মারধর করেন তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ। পরে রাত ১১টার দিকে ক্ষিপ্ত জনতার হাত থেকে অভিযুক্ত এএসআইকে উদ্ধার করে আনে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় এখনো যথেষ্ট চাঞ্চল্য রয়েছে।
Comment here