সারাদেশ

দাম কমলো সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক : সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমেছে। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও আজ রোববার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে আয়োজিত বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ভোজ্যতেলের নতুন দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

আজ বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। সেখান থেকে ১৪ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম অনুযায়ী এই তেল বিক্রি হবে ১৮৫ টাকা। আর ৯৮০ টাকায় বিক্রি হওয়া পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ৯১০ টাকায়। এ ছাড়া প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

 

Comment here

Facebook Share