দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শীর্ষ গরু চোর আটক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শীর্ষ গরু চোর আটক

এহসান প্লুটো,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে দুই শীর্ষ গরু চোর আটক। জানা যায়,কালীপূজা রাতে গরু দুইটি চুরি হয় ফুলবাড়ী উপজেলার ৪ নং বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট(খড়মপুর) গ্রামে।
এ বিষয়ে গরু মালিক মোঃ রিপন পিতাঃ আবুল কালাম, সাংঃ মাদিলাহাট (খড়মপুর),ফুলবাড়ী,দিনাজপুর ফুলবাড়ী থানায় গত ০৪/১১/১৯ ইং তারিখে একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩। ০৫/১১/১৯ তারিখে পুলিশের বিশেষ অভিযানে চোর দুইটি ধরা হয় বিরামপুরে উপজেলার শ্রীপুর গ্রামে।ads
চোর দুইজন হলেন ১.মোঃ মুশফিকুর রহমান(৪২), ২.ইদু মিয়া (৩৮) পিতাঃ মৃত আঃ রহমান, সাংঃ শ্রীপুর,বিরামপুর। আসামি গন কে ০৫/১১/১৯ রোজ মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়।বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ফুলবাড়ী থানার ওসি মোঃ ফকরুল ইসলাম।

Comment here