দিনাজপুরে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দিনাজপুরে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

দিনাজপুরে আজ শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শুক্রবার সকাল ৬টায় জেলায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকে জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকছে।

এদিকে জরুরি প্রয়োজন ছাড়া খুব বেশি মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। শীতের সকালে ছিন্নমূল আর গ্রামীণ মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠাণ্ডা আর উত্তরের হিমেল হাওয়ায় জবুথবু জেলার মানুষ। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে দুর্ভোগ বেড়েছে জনজীবনে।

Comment here