দিনাজপুরে শ্বাসকষ্ট , কাশি, গলা ব্যথায় আক্রান্ত রোগীর মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দিনাজপুরে শ্বাসকষ্ট , কাশি, গলা ব্যথায় আক্রান্ত রোগীর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, জন্ডিস, গলা ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের আচোল কোল গ্রামে ফরহাদ হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার সকালে নিজ বাড়িতে মারা যান ফরহাদ। পেশায় দিনমজুর ফরহাদ হোসেন ওই এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল জানান, মৃত ফরহাদ হোসেন কুমিল্লা জেলায় শ্রমিকের কাজ করতেন। গত ১০/১২ দিন আগে তিনি কুমিল্লা থেকে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, জন্ডিসে আক্রান্ত হয়ে বাড়িতে আসেন। আজ সোমবার সকালে তিনি মারা যান।

বিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাস্সুম জানান, খবর পেয়ে তার নেতৃত্ব ৫ সদস্য বিশিষ্ট একটি দাফন টিম দিনমজুর ফরহাদ হোসেনের দাফন সম্পন্ন করেছেন।

এরপর আচোল কোল গ্রামের ৫০টি বাড়িতে রেড এলার্ট জারি করা হয়েছে বলেও জানান তিনি।

দিনাজপুর সিভিল সার্জন মো. আব্দুল কুদ্দুস বলেন, আজ সোমবার ফরহাদ হোসেন নামে একজন মারা গেছেন। তিনি কুমিল্লায় দিনমজুর হিসেবে কাজ করতেন। তিনি সর্দি, জ্বর, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ১০/১২ দিন আগে তার নিজ বাড়িতে আসেন। হাসপাতালে না এসে এতদিন গোপনে নিজ বাড়িতে অবস্থান করেন ফরহাদ হোসেন।

Comment here