অনলাইন ডেস্ক : ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে দিল্লিতে চলমান সহিংস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও এর জেরে মেঘালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গতকাল শুক্রবার একজন নিহত হয়েছেন।
আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিএএ নিয়ে শুক্রবার রাজ্যের পূর্ব খাসি উপত্যকায় খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) ও অজনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে শিলংসহ রাজ্যের ছয় জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল খাসি উপত্যকার ইছামতি এলাকায় সিএএ’র বিরোধিতা ও ইনার লাইন পারমিট (আইএলপি) নিয়ে কেএসইউ ও অজনজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বৈঠক চলছিল। এর মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। সে সময় ওই এলাকার অনেক দোকানে ভাঙচুর চালানো হয়।
প্রসঙ্গত, দিল্লিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চলা সিএএ-বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকশ। তবে, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
Comment here