সারাদেশ

দুইটি জোনে বিভক্ত টাঙ্গাইল জেলা

টাঙ্গাইল সদর প্রতিনিধি : টাঙ্গাইল জেলায় করোনাভাইরাস শনাক্ত রোগীর হার বিবেচনা করে হলুদ ও সবুজ (ইয়েলো ও গ্রিন) এ দুইটি জোনে ভাগ করা হয়েছে। জেলায় জোন ভিত্তিক বণ্টনে ৮টি উপজলাকে হলুদ (ইয়েলো) চিহ্নিত করা হয়। এছাড়া ৪টি উপজেলাকে সবুজ (গ্রিন) জোন চিহ্নিত করা হয়।

দুই জোনে ভাগ করার বিষয়টি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম আমাদের সময়কে নিশ্চিত করেন। তিনি জানান, করোনা শনাক্তের হার বিবেচনা করে জেলার ১২টি উপজেলার মধ্যে আটটি উপজেলাকে ইয়েলো এবং চারটি উপজেলাকে গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে।

জেলার হলুদ বা ইয়েলো জোনের মধ্যে হলো- টাঙ্গাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখিপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলা। এছাড়া বাকি চারটি উপজেলা ঘাটাইল, ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে।

জেলা প্রশাসক জানান, ইয়েলো জোনে স্বাস্থ্যবিধি বজায় রাখতে অধিক তৎপরতা চালানো হবে। এছাড়া গ্রিন জোনগুলোতেও স্বাস্থ্য বিধি পালনে তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান।

Comment here

Facebook Share