দুই দিনে কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দুই দিনে কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত ১৭

কুষ্টিয়া প্রতিনিধি  : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নতুন করে ১৭ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ও শুক্রবার  এই দুইদিনেই এসব রোগীর ডেঙ্গু শনাক্ত করা হয়।

জানা গেছে,উপজেলার ইউসুফপুর গ্রামে সাতজন, কমালপুর গ্রামে দুজন, খলিষাকুন্ডি গ্রামে ছয়জন ও মহিষকুন্ডি গ্রামে দুজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। এ নিয়ে দৌলতপুরে সরকারিভাবে মোট ৫৭ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও মশা নিধনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ হচ্ছে। তার পরও এডিস মশা ও এর বংশ বিস্তার ঠেকানো যাচ্ছে না বলে জানা গেছে।

এ ব্যাপারে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ পাল বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গ্রামে স্বাস্থ্য বিভাগের একটি টিম কাজ শুরু করেছে। ঢাকা থেকে উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এখানে আসার কথা রয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, জনগণের সচেতনতা ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ ও এর বংশ বিস্তার রোধ করা কষ্টসাধ্য।

Comment here