ঢাকাসমগ্র বাংলা

দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার সায়েদাবাদে দুই বাসের মাঝে চাপা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল জিন্স প্যান্ট ও গেঞ্জি।

গতকাল বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার রাত পৌনে ১০টার দিকে জনপথ মোড়ে রাস্তা পার হতে গিয়ে ওই যুবক দুই বাসের মাঝে চাপা পড়েছিলেন। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।তার নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

Comment here

Facebook Share