দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , নিহত ৭ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষ , নিহত ৭

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় যাত্রীবাহী বাস ও নৈশ্য কোচের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২৭ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোঁচাবাড়ি বলাকা উদ্যানের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেসময় গুরুতর আহতদের রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ডিপজল কোচের সঙ্গে অন্য একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম হতাহতের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে দিনাজপুর যাওয়া লোকাল বাস নিশাদ ও ঢাকা থেকে ঠাকুরগাঁও আসা নৈশ্য কোচ ডিপজল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, এ ছাড়া হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করে। ইতিমধ্যে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস থেকে হতাহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দুর্ঘটনা কবলিত নৈশ্য কোচ ও বাসটি সড়িয়ে নিলে সকাল ১১টা থেকে যোগযোগ স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

Comment here