ফেসবুকে গুজব , মধু বিক্রেতা গ্রেপ্তার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বরিশালসমগ্র বাংলা

ফেসবুকে গুজব , মধু বিক্রেতা গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি : ফেসবুকে গুজব ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরিশালের বানারীপাড়া থেকে মো. কাওসার হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার সকালে তাকে উপজেলার মহিষাপোতা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল র‌্যাব সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  গ্রেপ্তার কাওসার হোসেন পেশায় অনলাইনে মধু বিক্রেতা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার কাওসার হোসেন বিভিন্ন সময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একাধিক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ও বিভিন্ন গুজব ছড়িয়ে দেয়। এই বিষয়টি নিশ্চিত হয়ে আজ সকালে অভিযান চালিয়ে তাকে বানারীপাড়া উপজেলার মহিষাপোতা গ্রামের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ফেসবুকে গুজব ছড়ানোর বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. মামুনুর রশিদ বাদী হয়ে বানারীপাড়া থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।

Comment here