সারাদেশ

দুর্গাপূজার আনন্দে বিষাক্ত অ্যালকোহল পানে প্রাণ গেল ৩ যুবকের

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় দুর্গাপূজার আনন্দে পৃথক স্থানে বিষাক্ত অ্যালকোহল পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তাদের মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্গাপূজার উৎসবে আনন্দে অ্যালকোহল পান করে গুরুতর অসুস্থ হন তিন যুবক। গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

মৃতরা হলেন- খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, বিষাক্ত মদ্যপানে তিন যুবকের মৃত্যুর বিষয় পুলিশ খতিয়ে দেখছে।

এ বিষয়ে হাসপাতালে রোগীর সঙ্গে থাকা স্বজনদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

 

Comment here

Facebook Share