দুর্দশায় পাকিস্তান, মিলছে না রান্নার তেল! - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দুর্দশায় পাকিস্তান, মিলছে না রান্নার তেল!

অনলাইন ডেস্ক  : শঙ্কায় পাকিস্তান, দুর্দশায় সাধারণ জনগণ। দেশটিতে ভোজ্য তেল ও ঘিয়ের জোগানে ঘাটতি দেখা দিয়েছে। পাকিস্তানি মিডিয়ার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে এসবের দাম আকাশছোঁয়া। এমন পরিস্থিতিতে পাকিস্তান সরকার উপযুক্ত পদক্ষেপ না নিলে রমজান মাসের আগে অন্যান্য খাদ্যদ্রব্যের দামও হবে আকাশচুম্বী।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে পাম তেল, সোয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শিগগিরই। এই নিয়ে দেশটির বর্তমান শেহবাজ শরিফ সরকারের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পাকিস্তানের বনস্পতি প্রস্তুতকারক অ্য়াসোসিয়েশনের সাধারণ সম্পাদক উমর ইসলাম খান জানিয়েছেন, ইতোমধ্যে পাম তেলের দাম বেড়েছে অনেকটাই। ১ মাউন্ড (পাকিস্তানে ওজন মাপার একক, ১ মাউন্ড= ৩৭ কেজি) পাম তেলের দাম ১৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ হাজার টাকা। স্বাভাবিকভাবেই ঘি ও অন্যান্য ভোজ্য তেলের দামও বাড়বে। ইতিমধ্যে অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে ২৫ থেকে ৫২ শতাংশ।

advertisement 4

এ ছাড়া সম্প্রতি দেশটিতে রান্নার গ্যাস সিলিন্ডারের ভরাটের পরিবর্তে প্লাস্টিকের ব্যাগে ভরার দৃশ্য ভাইরাল হয়েছে।

 

Comment here