নিজস্ব প্রতিবেদক:দু-চার দিনের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন আনার চুক্তি সম্পাদন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ শনিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা করোনা ভ্যাকসিন তৈরি করছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি। আমরা একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি।’
মন্ত্রী বলেন, ‘আপনাদের আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে। এখনো দেশে থেকে করোনাভাইরাস চলে যায়নি। তাই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।’
শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলায় করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ মালেক। এ সময় তিনি বলেন, ‘ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে, এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে। দেশের স্বাস্থ্যসেবা ভালো। সকলকে স্বাস্থ্যবিধি মানতে হবে।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন প্রমুখ।
Comment here