প্রথম আলোর আনিসুলসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
অন্যান্য

প্রথম আলোর আনিসুলসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:দেশের জাতীয় দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলো আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাঈমুল আবরারের মৃত্যুর ঘটনায় পত্রিকাটির সহযোগী সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আদালত এই আদেশ দেন।

প্রথম আলো পত্রিকার সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ছাড়া মামলার অন্যান্য আসামিরা হলেন- কবির বকুল, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, শুভাশিস প্রামানিক। এই মামলায় প্রথম আসামি পত্রিকাটির সম্পাদক মতিউর রহমান জামিনে আছেন।

২০১৯ সালের ১ নভেম্বর কিশোর আলোর বর্ষপূর্তিতে আয়োজিত ওই অনুষ্ঠান দেখতে যায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরার। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিকেল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। দুজন এফসিপিএস ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন। পরে আয়োজকরা তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

এ ঘটনায় ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম মো. আমিনুল হকের আদালতে মামলা করেন আবরারের বাবা। মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে প্রথম আসামিসহ কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, কবির বকুল, মহিতুল আলম পাভেল, শাহপরান তুষার, শুভাশিস প্রামানিককেও আসামি করা হয়। গত ১৬ জানুয়ারি তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন আদালত।

Comment here