সারাদেশ

দেশের অবস্থা আরও ভয়াবহ,এক দিনে করোনায় প্রাণ গেল ৯৬

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এটিই মৃতের সর্বোচ্চ সংখ্যা। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৫ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৮২৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ।

দেশে করোনা শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭ লাখ ৩ হাজার ১৭০ জন। এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৯৮৭ জন। মোট সুস্থ হয়েছে ৫ লাখ ৯১ হাজার ২৯৯ জন।

Comment here

Facebook Share