দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশে আরও ৩ জনের ওমিক্রন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে নতুন করে আরও তিনজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ জনের শরীরে করোনার নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেল। আজ শুক্রবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন আরও তিন ব্যক্তির তথ্য আপলোড করেছে ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেশিয়েটিভ (আইদেশি)।

জিনোম সিকোয়েন্সের তথ্য বলছে, ওমিক্রন শনাক্ত হওয়া তিনজনের মধ্যে দুই জন নারী এবং একজন পুরুষ। নারী দুজনের বয়স ৪৯ এবং ৬৫, পুরুষ ব্যক্তির বয়স ৬৫। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। তাদের নমুনা গত ২৭ ডিসেম্বর সংগ্রহ করা হয়।

প্রসঙ্গত, গেল ১১ ডিসেম্বর প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া এই ভ্যারিয়েন্টটি বাংলাদেশে শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। সংস্থাটি জানায়, ওমিক্রন শনাক্ত হওয়া দুজনই বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল গত ৬ ডিসেম্বর।

 

Comment here