দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত রোগী একশো ছাড়ালো - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত রোগী একশো ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২৯ জনে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এতে করে দেশে মোট আক্রান্তের সংখ্যা একশো ছাড়ালো।

গত ২৪ ঘণ্টায় চার মৃত্যুসহ করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জন।

আজ সোমবার বেলা ১১টার দিকে মহাখালীতে বিসিপিএ’র সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সঙ্গে করোনা বিষয়ে আয়োজিত জরুরি সভায় এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন সংক্রমণ বেড়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এ ছুটি ক্রমান্বয়ে ১১ এপ্রিলের পর ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস দেশ ও অঞ্চল মিলিয়ে বিশ্বের ২০৮টিতে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১২ লাখ ৭৪ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬৯ হাজার ৪৯৬ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬৩ জন।

Comment here