দেশে কোথায় কতজন করোনা থেকে সুস্থ হয়েছেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশে কোথায় কতজন করোনা থেকে সুস্থ হয়েছেন

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত ১ হাজার ৬৩ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। কাদেরকে সুস্থ বলা হবে সে বিষয়ে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির দেওয়া একটি নতুন গাইডলাইন অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘সুস্থ ব্যক্তিদের মধ্যে ঢাকা সিটির হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৬২৪ জন।’

তিনি বলেন, ‘যদি বিভাগ অনুযায়ী আলাদা করে বলি তাহলে ঢাকা মহানগর বাদে ঢাকা বিভাগের হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ২৭২ জন, চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলো থেকে ছাড়া পেয়েছেন ৭২ জন, রাজশাহী বিভাগ থেকে দুইজন, খুলনা বিভাগ থেকে ছয়জন, বরিশাল বিভাগ থেকে ২৯ জন, সিলেট বিভাগ থেকে দুইজন, ময়মনসিংহ বিভাগ থেকে ৩১ জন এবং রংপুর বিভাগের হাসপাতালগুলো থেকে ২৫ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।’

ঢাকা মহানগরের কোন হাসপাতাল থেকে কতজন ছাড়া পেয়েছেন সে বিষয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে ২৯৮ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ২১৩ জন, ইনফেকশাস ডিজিজ হসপিটাল থেকে আটজন, ঢাকা মহানগর হাসপাতাল থেকে ৩৮ জন, রিজেন্ট হাসপাতাল থেকে ১৫ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতাল থেকে ২২ জন, রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে ২৬ জন এবং মিরপুরের লালকুটি হসপিটাল থেকে চারজন।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ‘ক্লিনিকাল ম্যানেজমেন্ট কমিটি নতুন সুস্থতার যে ক্রাইটেরিয়া ঠিক করেছেন সেই অনুযায়ী এই ১ হাজার ৬৩ জন রোগী সুস্থ হয়েছেন।’

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ৬৬৫ জন এবং মারা গেছে ২ জন।

এ নিয়ে বাংলাদেশে সর্বমোট মৃত্যু দাঁড়ালো ১৭৭ জন। আর এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৫৫ জন।

Comment here