দেশে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৩০৫ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

দেশে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৩০৫

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ৩০৫ জন। আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতির সবশেষ এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ৩০৫ জন রোগী শনাক্ত হওয়ায় দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জন হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে আরও আটজনের মৃত্যুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ হাজার ১৯০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন হয়েছে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩১১তম দিন পার করছে বাংলাদেশ।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ ডিসেম্বর তা সাড়ে সাত হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

 

Comment here