সারাদেশ

দৌলতদিয়ায় ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

মানিকগঞ্জ প্রতিনিধি : রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী পারাপারের অপেক্ষায় সড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। ঘন কুয়াশার সঙ্গে তীব্র শীত ও ঘণ্টার পর ঘণ্টা সিরিয়ালে আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী-চালকরা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্টে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকের সিরিয়াল দেখা গেছে।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে করে আটকে রয়েছে শতাধিক বাস-ট্রাকসহ ছোট যানবাহন।  তবে বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে।

শুক্রবার ভোর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল জানিয়ে বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ রনি জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো স্বাভাবিকভাবে চলাচল করলে অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

Comment here

Facebook Share