নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষককে দেখলে চিনতে পারবে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুক্তভোগী ওই ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ঢাবির ওই শিক্ষার্থীকে দেখতে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাসিমা বেগম। তখন সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভুক্তেভোগী ছাত্রীর সাহস ও বুদ্ধিমত্তার প্রশংসা করে নাসিমা বেগম বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে আাসমিকে দেখলে চিনতে পারবে।’
তিনি বলেন, ‘আমরা ওর সাথে কথা বললাম, দেখলাম যে এই মেয়েটি অত্যন্ত সাহসী, সে সাহসের পরিচয় দিয়েছে। সে যেহেতু আসামির চেহারার একটি বর্ণনা দিতে পারছে, অবিলম্বে একটি স্কেচ এঁকে আসামি শনাক্ত ও গ্রেপ্তার করার ব্যবস্থা যাতে করা হয় সেটা আমি বলেছি।’
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘মেয়েটি দেরি না করে ঢাকা মেডিকেলে গিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আলামত নষ্ট হতে দেয়নি। এখন পরীক্ষা করে ডিএনএ মিলিয়ে প্রকৃত ধর্ষককে শনাক্ত করা কঠিন হওয়ার কথা নয়।’
এ সময় ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক একেএম নাসির উদ্দিন বলেন, ‘ওই শিক্ষার্থীর সার্বিক অবস্থা উন্নতির দিকে। সাত সদস্যের মেডিকেল বোর্ড চাইলে দুই-তিন দিনের মধ্যে তাকে ছাড়পত্র দেওয়া যেতে পারে।’
Comment here