নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

নববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নববর্ষের দিন বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না। ঘরে বসে রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান হবে বা সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করা যাবে। কিন্তু কোনো জনসমাগম করা যাবে না। জনসমাগম করলে এই ভাইরাস সংক্রমণ ছড়িয়ে যাবে। সব অনুষ্ঠান বন্ধ থাকবে।’

তিনি বলেন, ‘দেশবাসীকে বাঁচাতে আমরা সব কর্মসূচি বন্ধ করে দিয়েছি। আপনার সবাই বাসায় থাকবেন। ছেলেমেয়েদের নিয়ে বাসায় থাকুন, নেহাত বাইরে যাওয়ার প্রয়োজন না হলে।’

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ রোগটা বেশ সংক্রামক। কার শরীরে আছে, কার শরীরে ঢুকবে তা বোঝা কঠিন। এটাই ভাইরাসটির কঠিন দিক।’

Comment here