পহেলা বৈশাখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাক চাপায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যদুরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকার মোকলেসের ছেলে সাত্তার (১৭) এবং একই এলাকার সেলিম (১৮)। সাত্তার একাদশ শ্রেণির ছাত্র এবং সেলিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
পুলিশ ও নিহতদের আত্মীয়রা জানায়, সাত্তার ও সেলিম দুই বন্ধু মিলে পহেলা বৈশাখ উপলক্ষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে মোটরসাইকেলে করে ভূঞাপুরের দিকে যাচ্ছিল। পথে যদুরপাড়ায় মোড়ে পৌঁছালে ইট বোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করেছেন।
Comment here