নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা

মোঃ রহিম মাহমুদ (নরসিংদী প্রতিনিধি): 5 আগস্ট সোমবার সকাল 10 টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় নির্ধারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, সভায় আগামী সাত তারিখ সকাল দশটায় নরসিংদী জেলার সকল সরকারি/বেসরকারি/আধাসরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ সহ সমগ্র এলাকায় একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য জেলা তথ্য অফিস ও সকল উপজেলা অফিস ও পৌর সভা তাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যাপক প্রচারণা চালাবে এবং স্থানীয় ক্যাবল টেলিভিশন চ্যানেলের স্ক্রলে জেলা প্রশাস ন নরসিংদী কর্তৃক গৃহীত কর্মসূচি প্রদর্শন করবে। এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল আউয়াল সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ,

সাংবাদিক বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি।

Comment here