নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন

নরসিংদী প্রতিনিধিঃ স্বাস্থ্য সবার অধিকার “ দক্ষিন এশিয়ায় বাধামুক্ত একীভূত স্বাস্থ্যসেবা প্রকল্পে ইউকেএইড এর অর্থায়নে সাইটসেভার্স এর সহযোগিতায় ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর পরিচালনায় ২৬ আগস্ট ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলায় মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়ে প্রতিবন্ধি ব্যক্তিদের জন্য ব্যতিক্রম ধর্মী বিনামূল্যে বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

জানা যায় মনোহরদী প্রতিবন্ধী কল্যান সংস্থার সার্বিক সহযোগিতায় ও মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয়ের শিক্ষক মন্ডলীর সার্বিক তক্তাবধানে প্রায় ১৫০ জন প্রতিবন্ধী ব্যক্তি সহ অন্যান্য অপ্রতিন্ধী ব্যক্তি ও ছাত্র/ছাত্রীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়ে এবং ২০ জন ছানি রোগীকে অপারেশন এর জন্য ভর্তি করানো হয়এর মধ্যে ১ জন প্রতিবন্ধী সহ অপ্রতিবন্ধী ব্যক্তি রয়েছে। ভর্তি কৃত রোগীদেরকে ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর নিজস্ব গাড়ী করে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে অপারেশন এর পর কালো চশমা ও ২ মাসের ওষুধ দিয়ে নির্দিষ্ঠ স্থানে পৌছে দেওয়া হবে।

এই সময় উপস্থিত ছিলেন মনোহরদী প্রতিবন্ধী কল্যান সংস্থার প্রতিষ্ঠিত চেয়ারম্যান মোঃ ইউসুফ হাসান, দাতা সংস্থা সাইটসেভার্স প্রতিনিধি তপন কুমার ও বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা সহ কর্মকর্তা কর্মচারী গন উপস্থিত ছিলেন।

Comment here