সারাদেশ

নরসিংদীতে মা ও দুই সন্তানকে হত্যা

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবো উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ী এলাকায় নিজ বাড়িতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- রহিমা বেগম (৩৫), তার ছেলে রাকিব (১৩) ও মেয়ে রাকিবা (৬)। তাদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। আর রহিমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। তিনি শনিবার গাজীপুরে কাজে যান। আজ সকালে বাড়ি ফিরে দেখেন স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো তাদের কাছে পরিষ্কার নয়। তারা এ বিষয়ে তদন্ত করছেন।

 

Comment here

Facebook Share