সারাদেশ

নাটোরে নারদ নদ দখলমুক্ত করতে প্রশাসনের নোটিশ, স্বেচ্ছায় অপসারণ

নাটোর প্রতিনিধিঃ নাটোরের নারদ নদ দখলমুক্ত করার লক্ষ্যে ২৩ ডিসেম্বরের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সেই নোটিশের পরিপ্রক্ষিতে অনেকেই স্ব-উদ্যোগে ভেঙে ফেলছে তাদের স্থাপনা।
এর আগে, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে নাটোর শহরের কানাইখালী ও জেলেপাড়া এলাকায় অভিযান চালান।
এ সময় নদী দখল করে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিলে অনেকেই তাদের স্থাপনা অপসারণ ও ভাঙার কাজ শুরু করে। শুক্রবার ও শনিবার এসব স্থাপনা সরিয়ে নিতে দেখা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফুন্নেছা বলেন, যারা তাদের স্থাপনা সরাবেন না আগামী ২৩ ডিসেম্বর থেকে সেসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে।

Comment here

Facebook Share