স্কুলছাত্রীকে একা পেয়ে ‘শ্লীলতাহানি’,বরখাস্ত শিক্ষক - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

স্কুলছাত্রীকে একা পেয়ে ‘শ্লীলতাহানি’,বরখাস্ত শিক্ষক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে কালাচাঁন রায় (৩৮) নামের এক শিক্ষককে বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি। গতকাল বুধবার দুপুরে স্কুল ম্যানেজিং কমিটির সভায় তাকে বরখাস্ত করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, কালাচাঁন রায় স্কুলের পাশে গোদাগাড়ি বাজারে কোচিং করাতেন। সম্প্রতি সেখানে স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। পরে অন্য ছাত্ররা এসে দরজা বন্ধ দেখে সন্দেহ করে। একপর্যায়ে কয়েকজন ছাত্র ঘটনাটি  ভিডিও করে। কিন্তু ওই ছাত্রী লজ্জায় বিষয়টি কাউকে জানায়নি। গত মঙ্গলবার ওই শিক্ষক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও অশ্লীল ভাষায় গালিগালি করলে বিষয়টি জানাজানি হয়। পরে নবম ও দশম শ্রেণির ১০ জন ছাত্রী এসব আচরণের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। পরে শিক্ষার্থীদের অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ করেন। এ অবস্থায় স্কুল পরিচালনা কমিটি দ্রুত মিটিং ডেকে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন শিক্ষক কালাচাঁন রায়। তিনি বলেন, ‘ছাত্রীদের শাসন করতে গিয়ে ভুল বুঝাবুঝি হয়েছ।’

ঘটনার সত্যতা স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক তৈয়ব আলী বলেন, ‘এ ধরনের আচরণের কারনে ওই শিক্ষক এর আগেও মুচলেখা দিয়েছেন।’

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুসা সরকার জানান, নবম ও দশম শ্রেণির ছাত্রীরা ওই শিক্ষকের এ ধরনের আচরণের বিরুদ্ধে প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দেন। পরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভায় কালাচাঁন রায়কে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Comment here