নারায়নগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৪ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নারায়নগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৪

মোঃরুবেল শিকদার, নারায়ণগঞ্জ প্রতিনিধি :  নারায়ণগঞ্জে  ইউনিয়ন পরিষদের সদস্যসহ ব্যাংক জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার করেছে  র‌্যাব -১১ । গত ২৯ জানুয়ারি দিবাগত রাতে কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরিপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ ইদ্রিস মিয়া (৪৪) পিতা-আব্দুস ছাত্তার, সাং-চরচারি পাড়া, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা, ২।

ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম (৪৬), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-দারোরা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, ৩। আবু বক্কর সালাফী (৪৩), পিতা-কারী আবু মুসা, সাং-পালাসুতা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা এবং ৪। রুবেল (২৪), পিতা-আব্দুল মতিন, সাং-দারোরা বাজার, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।  এসময় তাদের কাছে থেকে  ম্যাগাজিনসহ ০১টি বিদেশী পিস্তল, ০৩ রাউন্ড পিস্তলের গুলি, ০১টি চাপাতি, ০১টি চাকু, ০৪ ধরণের প্রিন্টারের কালিসহ ০১টি রঙ্গিন প্রিন্টার, জালিয়াতির কাজে ব্যবহৃত ভূয়া সীল ২৪টি (যার মধ্যে অগ্রণী ব্যাংকের-০৭ টি, ডাচ বাংলা ব্যাংকের-০৪টি, সোনালী ব্যাংকের-০৩টি, পূবালী ব্যাংকের- ০২টি, ইসলামী ব্যাংকের-০২টি, ফাহিম এন্টারপ্রাইজ আঃ ছাত্তার স্যানেটারী এন্ড টাইলস্ হাইজ, মোঃ রফিকুল ইসলাম, আবু বক্কর সালাফী, এবং ইউঞ-১২৬৫৭০০১ নামীয় সীল-০৬টি), ১৬টি সোনালী ব্যাংকের ভুয়া ভাউচার , ২৮টি বিভিন্ন ব্যাংকের ভুয়া মানিরিসিভ  ভাউচার, ০২ পাতা এনসিসি ব্যাংকের ভুয়া পেমেন্ট সিলিভ  ১১ জনের ভুয়া গলাকাটা এনআইডি এবং ভুয়া এনআইডি তৈরীর ছবি-১৬টি উদ্ধার করা হয়।

বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে র‌্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপক উদ্দিন।

Comment here