অনলাইন ডেস্ক : নারী জাতির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই মার্চ মাস। সমাজে তাদের অবদানের বিষয়টি স্বীকার করতে বেশ ঘটা করেই স্মরণ করা হয় এই মাসটি। এরই অংশ হিসেবে ৮ মার্চ পালিত হয় ‘বিশ্ব নারী দিবস’।
নারীদের জন্য বিশেষ এই মাসকে ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভোয়া)। পোস্টে তারা আপন ক্ষেত্রে প্রভাবশালী, নারীদের প্রেরণাদানকারী বিশ্বের সাত নারী রাজনীতিকের নাম উল্লেখ করেছে।
এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
গতকাল রোববার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তালিকা প্রকাশ করে ভয়েস অব আমেরিকা। ভয়েস অব আমেরিকার পোস্টে বিশ্বের সেরা সাত নারী হলেন-
১. নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন
২. জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল
৩. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৪. ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা ম্যারিন
৫. ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন
৬. যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্পিকার ন্যান্সি পেলোসি
৭. যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক রুথ ব্যাডার গিনসবার্গ
ভয়েস অব আমেরিকা এ পোস্টের শিরোনাম দিয়েছে ‘নারী ইতিহাসের মাস’
বিশ্বের সাতজন ক্ষমতাধর নারীর নাম দিয়ে ভোয়া লিখেছে, ‘মার্চ মানেই হলো নারী ইতিহাসের মাস-একটি বার্ষিক উদযাপন যা অতীত ও বর্তমান সময়ে সমাজের নারীর অবদানের বিষয়টি তুলে ধরে।’
সংবাদমাধ্যমটি আরও বলেছে, ‘ভোয়ার চোখে সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এসব নারীরা নারীদের জন্য দ্বার খুলে দিয়েছেন এবং ক্ষমতার আসনে বসেছেন।’
Comment here