নিজ ফ্ল্যাটে অভিনেত্রীর মরদেহে পচন, দরজা ভেঙে উদ্ধার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

নিজ ফ্ল্যাটে অভিনেত্রীর মরদেহে পচন, দরজা ভেঙে উদ্ধার

ভারতের মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে অভিনেত্রী নূর মালবিকা দাসের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকটি ওয়েবসিরিজে অভিনয় করে আলোচনায় এসেছিলেন নূর মালবিকা। কাতার এয়ারওয়েজের সাবেক এই এয়ার হোস্টেস কাজলের সঙ্গে ড্রামাফিল্ম ‘দ্য ট্রায়াল’র সহঅভিনেত্রী ছিলেন।

গত বৃহস্পতিবার প্রতিবেশীরা তার ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এক সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। বাসা থেকে মোবাইল ফোন ও ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।

Comment here