নিজস্ব প্রতিবেদক : মামলা, নিপীড়ন, নির্যাতনের শিকার বিএনপির কোনো নেতাকর্মী ভালো নেই বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দলের ভাইস চেয়ারম্যান সাকে হোসেন খোকার আরোগ্য কামনা করে আজ শুক্রবার বাদ আসর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো আনুষ্ঠানিকতা নয়, অন্তর থেকে সাদেক হোসেন খোকা ভাইয়ের রোগমুক্তির জন্য দোয়া করি, দেশনেত্রীর মুক্তির জন্য দোয়া করি, আমরা অন্তর থেকে তার আরোগ্যের জন্য দোয়া চাই। সরকারের নির্যাতন-নিপীড়ন থেকে আমাদের মুক্তি দিক।’
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন, ‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিক এবং আমাদের অন্যতম নেতা সাদেক হোসেন খোকাকে রোগ মুক্ত করুক- এই দোয়া আল্লাহর কাছে করি।’
বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আমরা কেউ ভালো নেই, সবাই নিপীড়ন-নির্যাতনের শিকার, মামলার শিকার। খোকা ভাইসহ তার পরিবারের সবার বিরুদ্ধে মামলা দিয়েছে। তিনি আজ গুরুতর অসুস্থ। গত ২৯ অক্টোবর তার সাথে আমার কথা হয়েছে। যখন কথা বলি তিনি কথা বলতে পারছিলেন না। শুধু আমাকে বললেন, সবাইকে বলবেন আমার জন্য দোয়া করতে।’
ঢাকা মহানগর ক্ষিণের সাধারণ সম্পাক কাজী আবুল বাশারের পরিচালনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
দোয়া মাহফিলে বিএনপির রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এহছানুল হক মিলনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
Comment here