নিষেধাজ্ঞার পরও ৯৬ যাত্রী নিয়ে ঢাকায় এলো কাতার এয়ারওয়েজ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

নিষেধাজ্ঞার পরও ৯৬ যাত্রী নিয়ে ঢাকায় এলো কাতার এয়ারওয়েজ

নিজস্ব প্রতিবেদক : নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরোপ থেকে ৯৬ যাত্রী নিয়ে বাংলাদেশে এসেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট (কিউআর-৬৩৪)। এয়ারলাইন্সটির এই ফ্লাইটটিতে থাকা যাত্রীদের ৬৮ জন ইতালি থেকে, বাকীরা জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে এসেছেন।

আজ সোমবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নামার পর সব আনুষ্ঠানিকতা শেষে তাদের হজক্যাম্পের কোয়ারেনটাইনে পাঠানো হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, ইউরোপ থেকে আসা যাত্রীদের নিয়ে ফ্লাইটটি দোহা থেকে রওনা হয়ে ৪টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসসহ বিভিন্ন বিষয় বিবেচনায় ফ্লাইটটিকে আসতে নিষেধ করেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

পরে দোহা কর্তৃপক্ষ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে কথা বলে অনুমোদন নেয় এবং রওয়ানা দিয়ে দেয়।

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, ‘আমি বেবিচক চেয়ারম্যান হিসেবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রথমে ফ্লাইটটি আসার অনুমতি দেইনি। কিন্তু তারা পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করে পারমিশন নিয়েছে। মানবিক কারণ দেখিয়েছে, হয়তো সরকার সেজন্য পারমিশন দিয়েছে। যাত্রীরা সবাই বাংলাদেশি।’

ওই ফ্লাইটের শতভাগ যাত্রীকে কোয়ারেনটাইনে রাখতে স্বাস্থ্য অধিদপ্তরকে আগেই বলা হয়েছে বলেও জানান মফিদুর রহমান।

গতকাল রোববার বেবিচক সংবাদ সম্মেলন করে জানায়, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত লন্ডন বাদে ইউরোপ থেকে যাত্রী আনতে পারবে না কোনো এয়ারলাইন্স। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

Comment here