পেছন থেকে কাপুরুষের মতো আমার ওপর হামলা হয়েছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

পেছন থেকে কাপুরুষের মতো আমার ওপর হামলা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে পেছন দিক থেকে কাপুরুষের মতো হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তবে কোনো হামলা তাকে দমিয়ে রাখতে পারবে না বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার মিরপুরের গাবতলীতে নির্বাচনী প্রচার চালানোর সময় হামলায় তাবিথ আউয়াল আহত হন। পরে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তাবিথ আউয়াল বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা আমাদের গণসংযোগ-যেটা ভোটারদের নিয়ে যাচ্ছে, সেটা করবো। আমরা কোনো ভয়ভীতি, হামলায় পিছু হটবো না।’

তিনি আরও বলেন, ‘একটু আগে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে গণসংযোগ শুরু করেছিলাম। পেছন দিক থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে আমার ওপর হামলা করা হয়েছে। আমার সাথের সহকর্মী নেতৃবৃন্দকে মারা হয়েছে। সবচেয়ে ভয়ংকর কথা হলো-এই হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।’

ধন্যবাদ দিয়ে পুলিশের উদ্দেশে তাবিথ বলেন, ‘আমি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই ওনারা দায়িত্ব পালন করছেন। ওনারা নিজের চোখে দেখেছেন এই হামলা এলাকার ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী ওনার নাম মজিব সরোয়ার মাসুম ও তার দলবল করেছে। ওনারা যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।’

তিনি আরও বলেন, ‘আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার ওপর হামলা করে আমার মনোবল ভাঙবে না। পিছু হটাতে পারবেন না। গণসংযোগ এগিয়ে নেব। ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তা প্রমাণ করবো।’

কল্যাণপুরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘৯ নম্বর ওয়ার্ডে পেছন দিক থেকে আমার ও জাতীয় পর্যায়ের তিন নেতাসহ আমার কর্মীদের ওপর হামলা হয়েছে। ওনাদের (হামলাকারী) হাতে অস্ত্র, ইট পাটকেল ও ডিম ছিল। হামলার শিকার হয়ে সেখান থেকে সমস্ত কর্মীদের নিয়ে বের হয়ে এসেছি। এই হামলার মধ্য দিয়ে প্রমাণ করে জনগণ যে সাড়া দিচ্ছে, সেই সাড়া থেকে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে-সেটাকে ভয় পেয়ে এই হামলা করা হয়েছে বলে আমি বিশ্বাস করি।’

‘আপনি নিজেও আহত, আপনার গাল ফুলে আছে, আপনার আরও কয়েকজন কর্মী আহত হয়েছে-এ হামলা কে করেছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিব সরোয়ার মাছুম ও তার গুন্ডা বাহিনী আমার মাথায় মেরেছে, আশপাশে মেরেছে, আমার কর্মীদের মেরেছে। কেউ কেউ আহত আছে।’

‘তারপরও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছি। যতই ভয়ভীতি দেখানো হোক, হামলা হোক আমরা বিশ্বাস করি, জনগণের যে গণজোয়ার আমাদের পক্ষে সৃষ্টি হয়েছে, সেই ভয়ে এই প্রতিক্রিয়া দিচ্ছে’ যোগ করেন বিএনপি এই প্রার্থী।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি, কথা বলছি। গণজোয়ার থেকে বোঝা যাচ্ছে ১ ফেব্রুয়ারি অবশ্যই বিজয়ী হবো। আমি দুঃখ প্রকাশ করছি, আমাদের সাথে থাকা অবস্থায় মিডিয়ার কিছু ভাইবোনেরা আহত হয়েছেন। বিশেষ করে ৭১ টিভির ক্যামেরাপারসন হয়েছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একই সাথে আশা করি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবেন।’

নিজের আহত হওয়ার খবর দিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘আমিও শারীরিকভাবে ব্যথা পেয়েছি। তারপরও আমার মনোবল শক্ত আছে। আমার শক্তি জনগণ। জনগণকে সাথে নিয়ে কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছি।’

‘নির্বাচন কমিশনে অভিযোগ করবেন কিনা, পুনরাবৃত্তি ঘটছে’ জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘পুরো ঘটনাটা মিডিয়ার সামনে ঘটেছে, লাইভ হয়েছে, পুলিশ কর্মকর্তাদের সামনে হয়েছে। নির্বাচন কমিশন যদি এসব বিষয়ে নিশ্চুপ থাকে অথবা আমি নিজেও আঘাত প্রাপ্ত হয়েছি, চেষ্টা করে হয়রানি করার জন্য, আরও তথ্য প্রমাণ লেখালেখি করার জন্য-এসব প্রক্রিয়াতে নিয়ে যাওয়ার জন্য, বলব ঘটনাটি দুঃখজনক।’

‘আমাদের পক্ষ থেকে ঘটনার তথ্য, ভিডিও প্রমাণ বারে বারে দিচ্ছি। এবার আমার দেখা ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী আমার ওপর হামলা-এখানে অভিযোগ করার কিছু নেই। দায়িত্বশীল ব্যক্তিরা দায়িত্ব পালন করবেন-এটাই চাই।’

রাজধানীর গাবতলী এলাকায় সোয়া ১১টার দিকে গণসংযোগ করছিলেন ঢাকা উত্তর সিটি করপোরশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। এ সময় পিছন থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। ইট তাবিথের শরীরে এসেও পরে। এতে আহত হন কয়েকজন প্রচারকর্মী।

এর আগে সকাল ১০টা ৫০ মিনিটের সময়ে গাবতলী পর্বত সিনেমা হলের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তাবিথ। এরপরে তিনি ৯ নং ওয়ার্ডের কোর্টবাড়ি, বাজার পাড়া, হরিরামপুর, গোলারটেক, দিয়া বাড়ি, বর্ধনবাড়ি, বাঘবাড়ি ,গাবতলী বাসস্ট্যান্ড এবং ১১ নং ওয়াডের কল্যাণপুর বাসস্ট্যান্ড, লেকভিউয়ে গণসংযোগ করেন।

Comment here