‘নুরু চলে যায়, রেজা চলে যায়’ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

‘নুরু চলে যায়, রেজা চলে যায়’

সরকার পতনের এক দফা আন্দোলনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সরকারের পতনের কথা শুনেছি, দিবাস্বপ্নের কথা শুনেছি, একদফাও ডিসেম্বর থেকে শুনছি। এখন কত দলের একদফা, প্রথমে তো শুনেছি ৫৪ দল, তারপর শুনেছি ৫২ দল, এখন শুনতে পাচ্ছি ৩২ দল। আমরা মনে করি ৩২ দলের এই জগাখিচুড়ি ঐক্য এই একদফার আন্দোলন করলে তাদের (আন্দোলনকারীদের) পতন অনিবার্য।

আজ শনিবার সকালে এক্সপ্রেসওয়ের কাওলা থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিভিন্ন দলের ঐক্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কেউ আসে কেউ যায়, নুরু (নুরুল হক নুর) চলে যায়, রেজা (রেজা কিবরিয়া) চলে যায়, এরকম নানান বিষয় আছে। ওদের সাথে আবার নাকি ১২ দল আছে, তারাও নাকি চলে যায়। কাজেই আমরা মনে করি এই জগাখিচুড়ি ঐক্যর পতন অনিবার্য।’

এই আন্দোলনের নেতা কে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘সরকার যেখানে আছে সেখানেই থাকবে, তারা তো একটা ঢেউও জাগাতে পারেনি। কত দেশে দেশে ভয়াবহ আন্দোলন হয়ে গেল আমাদের এখানে তো কিছুই হলো না। ঢাকা মহানগীরতে তো তারা সাড়া জাগাতে পারেনি। আর এই আন্দোলনের নেতা কে। ক্যাপ্টেন ছাড়া কি জাহাজ চলবে। তাদের তো কোনো নেতাই নেই।’

মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বাংলাদেশে আগমন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল আসছে নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়ে না। তারা রোহিঙ্গাদের পরিস্থিতি জানতে আসছেন। আর ইইউ প্রতিনিধি দল আসছে নির্বাচনে পর্যবেক্ষক দল কিভাবে পর্যবেক্ষণ করবে তা দেখতে।’

Comment here