নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নোয়াখালীতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগে করোনার উপসর্গ নিয়ে মো. আক্কাস (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে কেশারপাড় ইউনিয়নে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

নিহত মো. আক্কাস (৪৫) কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের মৃত আবদুল গোফরানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রী ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, গত চার দিন আগে করোনা উপসর্গ জ্বরে ভুগছিলেন মো. আক্কাস। পরে ১১ তারিখ সকাল থেকে তার কাশি, বমি, শ্বাসকষ্ট, পাতলা পায়খানা, নাখ ও মুখ দিয়ে রক্ত বের হয়। আজ সকালে তিনি মারা যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার জানান, ‘আমরা আজ সকালে তার মৃত্যু সম্পর্কে জানতে পারি। মৃত্যুর আগে তার শরীরে যে উপসর্গগুলো ছিল সেগুলো প্রাথমিকভাবে করোনার উপসর্গ বলে মনে হচ্ছে। আমরা তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠাব।’

Comment here