অ্যালকোহল খেয়ে প্রাণ গেল বিএনপি নেতার ছেলেসহ ২ জনের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

অ্যালকোহল খেয়ে প্রাণ গেল বিএনপি নেতার ছেলেসহ ২ জনের

নিজস্ব প্রতিবেদক : পাবনার ঈশ্বরদী উপজেলা সদরে অ্যালকোহল পান করে বিএনপির কেন্দ্রীয় এক নেতার ছেলেসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

মৃতরা হলেন- সজল রহমান (৩০) ও রাজু হোসেন (৩২)। সজল ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমানের ছেলে। আর রাজু উপজেলার ফতেমোহাম্মদপুর মহল্লার মৃত সামু হোসেনের ছেলে। তারা পরস্পরের বন্ধু।

স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মারা যাওয়া দুজনই মাদকাসক্ত ছিলেন। গত শনিবার রাতে তারা উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর মহল্লার একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন। এরপর মধ্যরাত থেকে অস্বস্তি বোধ করতে শুরু করেন।

গতকাল রোববার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বিকেলে দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তারা মারা যান।

জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, খবরটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোথা থেকে, কী পান করে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) মো. ফিরোজ কবির বলেন, ‘আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের লাশের ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে।’

তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অ্যালকোহল পানেই তাদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Comment here