উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামের দেড়’শ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (২২ মে) সন্ধ্যায় নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মর্তুজার সহধর্মিণী সুমনা হক সুমি’র পক্ষে এসব সামগ্রী বিতরণ করেন তার ‘মা’ হোসনেয়ারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল হক রোম, নড়াইল জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক রিক্তা ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অফিসার্স কল্যাণ সমিতির যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান মাসুদ প্রমুখ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি।
Comment here