নড়াইলের পল্লীতে ইট বোঝাই ট্র’লি চাপায়া শিশু নিহত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

নড়াইলের পল্লীতে ইট বোঝাই ট্র’লি চাপায়া শিশু নিহত

উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি :পুলিশ জানায়, ওইদিন সকাল ১০ টার দিকে ইট বো*ঝাই একটি ট্র’লি উপজেলার কলাবাড়িয়া থেকে কালিয়ার দিকে যাওয়ার পথে ওই সড়কের জয়পুর নামক স্থানে রমজান রাস্তা পার হওয়ার সময় ট্র’লিটি তাকে চা*পা দে’য়। মারা*ত্ম*ক আহ*ত অবস্থায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হরিদাশ রায় বলেছেন, ট্র’লিসহ ট্র’লির চালক উপজেলার বাবুপুর গ্রামের দাউদ শেখের ছেলে মোঃ।

নড়াইলের কালিয়ায়  সকালে রাস্তা পার হওয়ার সময় ইট বো’ঝাই একটি ট্র’লির নীচে চা*পা প*ড়ে মোঃ রমজান আলী (৮) নামে এক শিশু নিহ*ত হয়েছে। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন।

উপজেলার কালিয়া-গোপালগঞ্জ সড়কের জয়পুর নামক স্থানে ঘটেছে ওই ঘটনা। রমজান জয়পুর গ্রামের কালা মিয়ার ছেলে। ট্র’লির চালক ও ঘাতক ট্রলিটি আটক করেছে পুলিশ। উজ্জ্বল রায় (নড়াইল জেলা) প্রতিনিধি।

Comment here